কখন গ্রেফতার হচ্ছেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ????????????????

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ০৯ এপ্রিল, ২০১৩, ০৩:১৮:০৩ দুপুর

এখন বাংলাদেশের ইথারে একটি শব্দ ভেসে আচ্ছে কখন গ্রেফতার হচ্ছেন বাংলাদেশের একমাত্র তিন বারের প্রধানমন্ত্রী,দুই বারের বিরোধী দলীয় নেত্রী,আপোষহীন নেত্রী সফল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার পত্নী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ দলের প্রায় সকল নেত‍া রাজনীতিক মামলায় বর্তমানে কারাগারে আছেন। গত মার্চ মাসে বিএনপির কার্যালয়ে পুলিশ নজীরবিহীন হামলা চালিয়ে ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৪৮ জন সক্রিয় নেতা-কর্মীদের গনগ্রেফতার করে। কিন্তু পরে জনগনের চাপে ৩ জন শীর্ষ নেতাকে চেড়ে দিলেও গত ৭ ই এপ্রিল নেতারা আদালদে হাজির হলে শীর্ষনেতাদের কে জামিন নামন্জুর করে কারাগরে পাঠানো হয়। শীর্ষ নেতারা গ্রেফতার কিংবা কিছু দিন থেকে দলের যুগ্ন মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ সরব ছিলেন। কিন্তু সরকারের পুলিশ বাহিনী গতকাল ৮ ই এপ্রিল গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে বিএপির একজন নেতার বাসায় ঢোকার সময় তাকে গ্রেফতার করে । আজ ৯ই এপ্রিল বিএনপির আহুত হরতালে দায়িত্ব পালন কালে চেয়ারপর্সন এর উপদেষ্টা শামছুজ্জামান দুলুকে গ্রেফতারের চেষ্টা করা হয়। অথ্যাৎ হয কোন সময় দলের আরো যারা দুএক জন নেতা কারাগারের বাহিরে আছেন তারা গ্রেফতার হতে পারেন। তাই এখন বাংলাদেশের ইথারে একটি কথা দুলোল্য মান কখন গ্রেফতার হচ্ছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ?

বিষয়: রাজনীতি

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File